লখনউ: বিজেপি অযোধ্যায় রামমন্দির নির্মাণে দায়বদ্ধ, আর সুপ্রিম কোর্টও তো আমাদেরই! এমনই বিতর্কিত মন্তব্য করে ফাঁসলেন উত্তরপ্রদেশের সমবায়মন্ত্রী মুকুট বিহারী ভার্মা। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে গত শনিবার উত্তরপ্রদেশের বাহরাইচে বলতে শোনা যায়, বিজেপি উন্নয়নের ইস্যুতে ক্ষমতায় এসেছে, কিন্তু রামমন্দির আমাদের কাছে আবেগের ব্যাপার। মন্দির হবেই। আমরা এ ব্যাপারে দায়বদ্ধ।


কিন্তু ইস্যুটি যে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে, প্রশ্ন করা হলে কায়সরদগঞ্জের বিজেপি বিধায়কের বক্তব্য, আরে সুপ্রিম কোর্ট, বিচারবিভাগ, সরকার-প্রশাসন, বিধানসভা সব তো আমাদের। যদিও প্রবল সমালোচিত হয়ে তিনি সোমবার সাফাই দেন, তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে, সর্বোচ্চ আদালত দেশের মানুষের। বলেন, আমাদের বলতে ১২৫ কোটি দেশবাসীকেই বোঝাতে চেয়েছি, বিজেপিকে বা নিজেকে নয়। কখনও ‘আমার’ বা ‘আমার সরকার’ বলিনি। ‘আমাদের’ বলতে বোঝায় সবাই।
সংবাদসংস্থাকে মুকুট বলেন, আমায় প্রশ্ন করা হয়, কী করে অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, যেখানে বিষয়টা সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। আমি বলি, পুরো দেশটা আমাদের। মন্দির আমাদের, বিচারবিভাগ আমাদের, বিধানসভা আমাদের, প্রশাসন আমাদের। এগুলি সব জনসাধারণের।
দেশের আইন যা, সেই অনুযায়ীই রায় বেরবে বলে জানান তিনি।
উল্লেখ করার ব্যাপার হল, সম্প্রতি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, তিনি আশা করেন যে, যদি অন্য আর কোনও রাস্তা না থাকে, তাহলে দরকার পড়লে অযোধ্যায় রামমন্দির নির্মাণে সংসদে আইন চালু করার পথে এগবে কেন্দ্র।
এর কয়েক সপ্তাহের মধ্যেই বিতর্ক বাঁধালেন মুকুট।