নয়াদিল্লি: বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে করোনা ভাইরাস। মৃত্যু ২ লক্ষ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা অনেক গুণ বেশি। এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। সবেমাত্র মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে করোনা ঠেকানোর উপায় বাতলে দিলেন যোগগুরু রামদেব। তাঁর দাবি, ‘করোনা ভাইরাস ঠেকানোর জন্য বিশেষ ধরনের একটি প্রাণায়ম আছে। সেই প্রাণায়মের নাম উজ্জ্বয়ী। এটি অভ্যাস করলে করোনা হবে না।’
রামদেবের আরও দাবি, যাঁদের উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা বা ডায়াবেটিস রয়েছে এবং বয়স্ক ব্যক্তিরা ৩০ সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন। তাহলে উপকার হবে। স্বাস্থ্যবান তরুণ ও যুবকদের এক মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখা উচিত।যাঁরা এটা করতে পারবেন, ধরে নিতে হবে, তাঁরা সম্পূর্ণ সুস্থ। তাঁদের করোনা হয়নি।
সাধারণ মানুষের উদ্দেশে রামদেবের পরামর্শ, ‘নাকে সর্ষের তেল দিলে করোনাভাইরাস চলে যাবে পাকস্থলিতে। এরপর পাকস্থলিতে থাকা অ্যাসিডের প্রভাবে ভাইরাস নষ্ট হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, শরীরের অভ্যন্তরের অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে শক্তিশালী করা এবং নিজেদের করোনার হাত থেকে রক্ষা করার জন্য সবারই বাড়িতে যোগাসন করা উচিত।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রাণায়ম করলে করোনা হবে না! দাবি রামদেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 07:44 PM (IST)
তাঁর দাবি, ‘করোনা ভাইরাস ঠেকানোর জন্য বিশেষ ধরনের একটি প্রাণায়ম আছে। সেই প্রাণায়মের নাম উজ্জ্বয়ী। এটি অভ্যাস করলে করোনা হবে না।’
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -