নয়াদিল্লি: ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর কেটে গিয়েছে এক মাস। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ২৪ মার্চ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০। এখন সেই সংখ্যাটা বেড়ে হয়েছ ২৪,৫০৬। কিন্তু লকডাউন জারি না হলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও বেশি হতে পারত বলেই মনে করছেন চিকিৎসকরা।

২৪ মার্চ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রোজ গড়ে ২১.৬ শতাংশ করে বাড়ছিল। এখন সেই বৃদ্ধির হার কমে হয়েছে ৮.১ শতাংশ। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া অবশ্য উদ্বেগের বিষয়। এই হারে যদি করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তাহলে আগামী সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ হাজারে পৌঁছে যাবে। ২ সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হবে ৭০ হাজার।

৩০ জানুয়ারি কেরলে ভারতের প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। শুরুতে কেরলে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। কিন্তু তারপর গত এক মাসে দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন করে কেউ আক্রান্ত হননি। গত এক মাসে ওড়িশাতেও নতুন করে কেউ আক্রান্ত হননি। গোয়ায় কেউ আক্রান্ত হননি। মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।