মুম্বই: 'ক্রিকেটে যেমন সকলে দুর্নীতিগ্রস্ত নয়, তেমন বলিউডেও সকলে মাদকাসক্ত নয়। এভাবে গোটা বলিউডের দুর্নাম করা অনুচিত।' বলিউডের মাদক যোগ নিয়ে তাঁর দলের অন্য সাংসদ রবি কিষণের সুরে সুর মেলালেন না কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বরং এক সময় বলিউডের জনপ্রিয় গায়ক বাবুল লেখেন, বলিউডের সকলে মোটেই ড্রাগ নেন না। বরং বেশির ভাগ তারকাই ভীষণ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন। তাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, ভাল খাদ্যাভ্যাস মেনে চলেন। অসম্ভব পরিশ্রম করেন সাফল্যের জন্য।



মঙ্গলবার যখন সংসদে বলিউডকে 'কালিমালিপ্ত' করার বিরুদ্ধে গর্জে ওঠেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। নাম না করলেও জয়ার কটাক্ষের তির ছিল বিজেপি সাংসদ রবি কিষণের দিকেই। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক দুর্দশা থেকে নজর ঘোরাতেই বলিউডের বদনাম করা হচ্ছে।


 
এই বিষয়ে বাবুল সুপ্রিয় লেখেন, এখন বলিউডের ড্রাগ অ্যাঙ্গেল নিয়ে যেরকম চর্চা হচ্ছে, তা মনে করিয়ে দিচ্ছে একসময়ে ক্রিকেট-বেটিং কেলেঙ্কারি নিয়ে শোরগোলের কথা। সেই সময়ও ক্রিকেটের সকলে এতে জড়িত ছিলেন না। সকলে দুর্নীতিগ্রস্ত ছিলেন না। তখনও ক্রিকেটের জয় হয়েছিল। তেমনই বলিউড ও শিল্প স্বমহিমায় থাকবে, কারণ সকলে খারাপ নন।

আরও পড়ুন: ‘এটাই দ্বিচারিতা, পালঘরে সাধুদের হত্যার সময় কোথায় ছিলেন?', জয়াকে নিশানা লকেটের