নয়াদিল্লি:  খুন, ডাকাতি, শ্লীলতাহানির মতো  ঘটনা ইদানিংকালে বেড়ে গিয়েছে বিহারে। অথচ অপরাধে নিয়ন্ত্রণ আনার বদলে অপরাধীদের কাছেই এক অদ্ভূত 'আর্জি' রেখে বসলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। তিনি অপরাধীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১৫ দিন যেকোনও রকমের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখুন। কারণ, পিতৃপক্ষের মতো শুভ সময় কোনও রকম অপরাধমূলক কাজের সঙ্গে কারও যুক্ত থাকা উচিত নয়।

 

বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা না করে, রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর এধরনের মন্তব্য নয়া বিতর্কের সৃষ্টি করেছে। বিহারের পরিস্থিতি কতটা খারাপ সেটা সাম্প্রতিক কিছু ঘটনা থেকেই পরিস্কার। সম্প্রতি হাজিপুরে একদল  দুষ্কৃতী মাইক্রো ফিন্যান্সের এক কর্মীকে লুঠের সময় খুন করে। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগেই মুজ্জফরপুরের প্রাক্তন পুরপ্রধান সমীর কুমারের হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা বিহারে।

সমীর কুমারের হত্যার পর তিনদিন কেটে গেলেও, কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে পিতৃপক্ষ মেলার উদ্বোধনে গিয়ে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী এধরনের মন্তব্য করে বসেন। তিনি বলেন, আগামী ১৫ দিন নিজেদের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখুন। সেটা যদি না রাখেন, তাহলে সেটা বিহারের বদনাম হবে।

মুজফ্ফরপুরের প্রাক্তন মেয়রকে প্রকাশ্যে একে ৪৭ থেকে প্রায় ২০ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ওই হামলায় সমীর কুমারের গাড়ির চালকেরও মৃত্যু হয়। এই হামলার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। দুষ্কৃতীদের গ্রেফতারি দাবি করলেও, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।