কলকাতা: পুরোহিতদের জন্য মাসিক ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে তিনি বলেন,  ‘৮০০০ জন পুরোহিতকে মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পুজোর মাস থেকেই টাকা পাবেন পুরোহিতরা।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘বাংলা আবাস যোজনায় পুরোহিতদের তৈরি করে দেওয়া হবে ঘর। দরিদ্র সনাতনী ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়া হবে। সনাতন ধর্মের মানুষদের দাবি দীর্ঘদিনের। সনাতনী ধর্মের জন্য কোলাঘাটে তীর্থস্থান।’

করোনা নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘করোনা রুখতে আপাতত সতর্ক থাকতেই হবে।’ যোগ করেন, ‘বাংলা মাতৃভাষা, কিন্তু অন্য ভাষাকে অবজ্ঞা করি না। একাধিক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা গর্বিত। হিন্দি অ্যাকাডেমি গঠন করছে রাজ্য।’