‘সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে’, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2020 04:11 PM (IST)
হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান। এবার সন্তানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান।
কলকাতা: হাইকোর্টের দ্বারস্থ হাসিন জাহান। এবার সন্তানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। রামমন্দিরের ভূমিপুজো নিয়ে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করায় প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেছেন, শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে আছেন। তিনি বলেছেন, লালবাজারে সাইবার সেলে ৯ অগাস্ট অভিযোগ জানিয়েছিলেন । ১১ আগস্ট তাঁকে ডেকে পাঠিয়েছিল লালবাজার। কিন্তু এরপরও কোনও সুরাহা মেলেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে হাসিন জাহানের।