ঢাকা: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের সব উড়ান বাতিল করার কথা ঘোষণা করল বাংলাদেশের বিমান সংস্থাগুলি। আজ বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে ভারতে আসবে না কোনও উড়ান। তবে ভারতে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রবিবার কলকাতা থেকে একটি উড়ানের ব্যবস্থা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজও ভারতের উড়ান বাতিল করার কথা ঘোষণা করেছে।
ঢাকার ভারতীয় হাই কমিশন আজই ঘোষণা করেছে, আগামীকাল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব ভিসা বাতিল করা হচ্ছে। বাংলাদেশে ভারতের সব অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনও বন্ধ রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে কাউকে ভারতের ভিসা দেওয়া হবে না।
বাংলাদেশেও ক্রমশঃ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। দেশজুড়ে পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নাগরিকদের করমর্দন ও আলিঙ্গন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে থাকা নাগরিকদের দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিমানবন্দর সহ বাংলাদেশে প্রবেশের সব জায়গায় শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
করোনা ভাইরাস: ভারতের সব উড়ান বাতিল করার কথা ঘোষণা বাংলাদেশের বিমান সংস্থাগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 08:54 PM (IST)
ঢাকার ভারতীয় হাই কমিশন আজই ঘোষণা করেছে, আগামীকাল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব ভিসা বাতিল করা হচ্ছে।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -