জম্মু: সন্ত্রাসে মদতদাতার তকমা ঘোচাতে গতকাল রাষ্ট্রপুঞ্জে মরিয়া চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দিয়েছিলেন একাধিক সাফাই। এর ২৪ ঘণ্টার মধ্যেই ফের পাক ষড়যন্ত্রের পর্দাফাঁস হল। সেনার তাড়া খেয়ে আজ সকালে জম্মুর রামবান জেলার বাতোতে অঞ্চলের একটি বাড়িতে আশ্রয় নেয় ৫ জঙ্গি। বাড়িতে ঢুকেই কয়েকজনকে পণবন্দি করে তারা। সঙ্গে সঙ্গে বাড়িটিকে ঘিরে ফেলে সেনা-সিআরপিএফ ও পুলিশ। কয়েক ঘণ্টা গুলির লড়াইয়ের পর ৩ জঙ্গির মৃত্যু হয়। সংঘর্ষে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পণবন্দিদের উদ্ধার করা হয়েছে।



জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুকেশ সিংহ জানিয়েছেন, ‘পণবন্দিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন এবং দুই পুলিশকর্মী জখম। তিন জঙ্গিকে খতম করা হয়েছে। এই অভিযান শেষ হয়ে গিয়েছে।’

বাতোতের এক বাসিন্দা জানিয়েছেন, ‘সাধারণ পোশাকে তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই বাড়ির বাকি সবাই বাইরে চলে এলেও, এক বৃদ্ধ ভিতরে আটকে পড়েন। সেনাবাহিনী সেই বৃদ্ধকে উদ্ধার করে।’

জম্মুতে সেনাবাহিনীর এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বাতোতে অঞ্চলে ২৪৪ নম্বর জাতীয় সড়কে তিন সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি থামানোর চেষ্টা করে। সেই গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা অবশ্য সেখানে না থেমে এগিয়ে যান। তাঁরাই সেনাবাহিনীকে খবর দেন। এরপরেই সেনা জওয়ানরা অভিযান শুরু করেন। শুরু হয় গুলির লড়াই।’