টেক্সাস: আমেরিকার টেক্সাস প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত এক শিখ পুলিশ অফিসারকে গুলি করে খুন করা হয়েছে। মৃত অফিসারের নাম সন্দীপ সিংহ ধালিওয়াল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে এ কথা জানিয়েছেন।

জয়শঙ্কর বলেছেন, আমেরিকার হিউস্টনে এক শিখ বংশোদ্ভূত ভারতীয় আমেরিকার অফিসারের হত্যার খবর শুনে দুঃখ পেলাম। অল্পদিন আগে তাঁর শহরে গিয়েছিলাম আমরা। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


হিউস্টনের শেরিফ এড গঞ্জালেস জানিয়েছেন, সাইপ্রাস শহরে কর্মরত থাকার সময় ৪২ বছর বয়সী সন্দীপকে ট্রাফিক সিগন্যালের পিছন থেকে এসে একজন গুলি করে। হেলিকপ্টার অ্যাম্বুলেন্স করে তাঁকে মেমোরিয়াল হারমান হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে মৃত্যু হয় তাঁর। এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

এক ভিডিওয় দেখা গিয়েছে, সন্দীপ ও নিজের গাড়িতে বসা অভিযুক্ত কথা বলছেন। কিন্তু তাঁদের মধ্যে কোনও মতান্তর হচ্ছে বলে মনে হয়নি। এরপর সন্দীপ যেই নিজের গাড়ির কাছে যান, তখনই অভিযুক্ত দৌড়ে এসে তাঁকে গুলি করে।