নয়াদিল্লি: এমনিতে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডেই হয় টুর্নামেন্টের ‘গ্র্যান্ড ফিনালে’। সেই মতো এবার আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। তবে এবার  নিজেদের তৈরি নিয়মেই রদবদল করল বিসিসিআই। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে ভেনু করা হল হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামকে। কোটি কোটি টাকার লোকসান ঠেকাতেই ৫০ হাজারি মাঠ থেকে ফাইনালের স্থানান্তর করা হল ৫৫ হাজারি স্টেডিয়ামে।


সোমবার বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, সময় দেওয়া হলেও শীর্ষ আদালতের কাছ থেকে বন্ধ হয়ে পড়ে থাকা ‘আই’, ‘জে’, ‘কে’-এই তিনটি স্ট্যান্ডের ছাড়পত্র আদায় করতে পারেনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই স্ট্যান্ড তিনটি বন্ধ থাকার কারেণ অন্তত ১২ হাজার টিকিট বিক্রি করতে পারবে না বিসিসিআই। সেক্ষেত্রে অনেক টাকার ক্ষতির আশঙ্কা। সেই লোকসান লাঘব করতেই ফাইনালের ভেনু সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস।


তবে ধোনিদের কাছে সুযোগ থাকছে ঘরের মাঠেই প্রথম কোয়ালিফায়ার খেলার। যদি লিগ ম্যাচগুলোর শেষে প্রথম দুইয়ের মধ্যে চেন্নাই থাকে তাহলে চিপকেই প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে তাঁরা। তবে এলিমিনেটর (৮ মে) ও দ্বিতীয় কোয়ালিফায়ার (১০ মে) এই দুটি ম্যাচই বিশাখাপত্তনমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হায়দরাবাদে সে সময় ভোট চলবে, সে কারণেই কেবল ফাইনালটাই সেখানে স্থানান্তর করা গিয়েছে।


উল্লেখ্য, ২০১২ সাল থেকেই চিপকের ‘আই’, ‘জে’, ‘কে’-এই তিনটি স্ট্যান্ড বন্ধ রাখা হয়েছে। নির্মাণে ত্রুটি রয়েছে, সেই কারণেই এই তিনটি স্ট্যান্ড বন্ধ রেখেই খেলা পরিচালনার নির্দেশ দিয়েছিল সু্প্রিম কোর্ট। এরপর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টেস্ট (ভারত বনাম ইংল্যান্ড, ১৬-২০ ডিসেম্বর, ২০১৬), ওয়ানডে (ভারত বনাম অস্ট্রেলিয়া, ১৭ সেপ্টেম্বর, ২০১৭) ও টি-টোয়েন্টি (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১১ নভেম্বর, ২০১৮)  ম্যাচ অনুষ্ঠিত হলেও বন্ধই থেকেছে ওই স্ট্যান্ড তিনটি। বিসিসিআই চেয়েছিল, আইপিএল ফাইনালের আগে তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট থেকে সেই স্ট্যান্ড খুলে দেওয়ার অনুমতি নিয়ে আসুক। কিন্তু, সেটা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা তা আদায় করতে পারেনি। সে কারণেই এক প্রকার বাধ্য হয়েই চিপক থেকে আইপিএল ফাইনাল সরাতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।