নয়াদিল্লি: করোনার হানায় দিশাহারা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ছুঁইছুঁই। করোনা আক্রান্তদের শরীরে একাধিক বড়সড় সমস্যার কথা শুনেছেন অনেকেই। কিন্তু কর্নাটকের এক করোনা আক্রান্ত বৃদ্ধের অটোপসি রিপোর্ট দেখে আঁতকে উঠছেন সকলে। সেখানে দেখা যাচ্ছে, করোনার থাবায় শরীরের অভ্যন্তরীণ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফসও।
করোনা আক্রান্ত ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১৮ ঘণ্টা পরে করা ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে করোনার কারণে তাঁর ফুসফুস কার্যত চামড়ার বলের মতো শক্ত হয়ে গিয়েছে। পাশাপাশি অনেক শিরা-উপশিরাতেই রক্ত জমাট বেঁধে গিয়েছে, অনেক ধমনী ফেটে রক্তক্ষরণ হয়েছে।
৬২ বছরের ওই বৃদ্ধের অটোপসি করেন অক্সফোর্ড মেডিক্যাল কলেজের চিকিৎসক দীনেশ রাও। তিনি বৃদ্ধের ফুসফুসের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেছেন। দীনেশ রাও বলছেন, “কোভিড আক্রান্তদের ময়নাতদন্ত তাদের শরীরে রোগের অগ্রগতি বুঝতে সহায়তা করে। মৃত ব্যক্তিদের শরীর থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই মারণ ভাইরাসের গতিপ্রকৃতি বুঝে পরবর্তী রোগীদের চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে বিশেষ সুবধা হয়। করোনা আক্রান্তদের ক্ষেত্রে গলা এবং মুখ, ফুসফুসের পৃষ্ঠ, শ্বাস প্রশ্বাসের প্যাসেজ, ঘাড়ে এবং ত্বকের উপর ময়নাতদন্তের উপরের বিশেষ জোর দেওয়া হয়। কারণ ওই সমস্ত জায়গাতেই মারণ ভাইরাসের কামড় সবথেকে বেশি জোরাল হয়।”
তবে ওই বৃদ্ধের ফুসফুসের অবস্থা দেখে নতুন করে দুশ্চিন্তায় চিকিৎসকেরা।
ফুসফুস না চামড়ার বল! করোনা আক্রান্ত বৃদ্ধের অটোপসি রিপোর্টে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 06:18 PM (IST)
বৃদ্ধের ফুসফুসের অবস্থা দেখে নতুন করে দুশ্চিন্তায় চিকিৎসকেরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -