পানাজি: বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন। আজ এমনই দাবি করেছেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। তাঁর বক্তব্য, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধে করোনা ভাইরাস সেরে যায়।


ব্রিটিশ রাজপরিবার সূত্রে গত ২৫ মার্চ জানা যায়, প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। তিনি আইসোলেশনে থাকতে শুরু করেন। আজ নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ুষ মন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক আমাকে ফোন করে জানিয়েছেন, তিনি প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল প্রিন্স চার্লসকে। সেই ওষুধেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ কীভাবে করোনা ভাইরাসের মতো রোগ সারিয়ে দেয়, এটা তারই একটি উদাহরণ।’

আয়ুষ মন্ত্রী আরও বলেছেন, ‘আমরা বলছি না বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করার আগেই করোনা আক্রান্তদের এই ওষুধ দেওয়া হোক। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতেই পারেন। আমরা এই ওষুধকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকেই সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন। করোনা ভাইরাসকে দূর করার জন্য সবরমকভাবে চেষ্টা করতে হবে। আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি।’