মুম্বই: ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারভারা রাওকে ৬ মাসের জন্য জামিন দিল বম্বে হাইকোর্ট। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ৮১ বছর বয়সি ভারভারার জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।


আজ বিচারপতি এস এস শিণ্ডে ও বিচারপতি মণীশ পিতালের ডিভিশন বেঞ্চ বলেছে, জামিনে মুক্ত থাকাকালীন মুম্বই ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না ভারভারা। যখনই প্রয়োজন হবে, তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। আদালত আরও বলেছে, নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে ভারভারাকে।


২০১৮ সালে ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হন ভারভারা। তারপর থেকেই তিনি জেলে বন্দি। তাঁর করোনা হয়। তিনি হাসপাতালে ভর্তি হন। সেই কারণেই তিনি জামিন পেলেন।


আজ বম্বে হাইকোর্ট বলেছে, ‘আমাদের মনে হয়েছে, এক্ষেত্রে অবশ্যই জামিনের আবেদন মঞ্জুর করা উচিত। না হলে আমরা মানবাধিকারের রক্ষাকর্তা হিসেবে সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে যাব। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকারের মধ্যে স্বাস্থ্যের অধিকারের কথা বলা রয়েছে। ভারভারা রাওয়ের শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। তাই তাঁকে জেলে ফেরত পাঠানো ঝুঁকির বিষয় হয়ে যাবে।’


আদালত আরও বলেছে, ‘ভারভারা রাওকে তাঁর বাসস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে। যখনই প্রয়োজন হবে, শুনানির জন্য হাজিরা দিতে হবে তাঁকে। তিনি যাতে জামিনে মুক্তি পাওয়ার সুযোগ নিয়ে অন্য কিছু করতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। তিনি সশরীরে আদালত বা থানায় হাজিরা থেকে রেহাইয়ের আবেদন জানাতে পারেন। আদালত সেই আবেদন বিবেচনা করবে। স্থানীয় থানায় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তিনি উপস্থিতির প্রমাণ দিতে পারেন। ৬ মাস পরে তালোজা জেলে ফিরতে হবে তাঁকে। তবে তিনি জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানাতে পারেন।’


এলগার পরিষদ ও মাওবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারভারা সহ ১০ জন সমাজকর্মীকে গ্রেফতার করে পুণে পুলিশ। গত বছরের জানুয়ারিতে এই মামলা যায় এনআইএ-র হাতে। সেই মামলা এখনও চলছে।