নয়াদিল্লি: এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের দেওয়া টাকা আড়াই লক্ষের বেশি হলে, তার সুদের উপর কর ধার্য হবে। ১ এপ্রিল থেকে চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা। আড়াই লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না। কিন্তু তার বেশি টাকা হলেই কর দিতে হবে। এর ফলে উচ্চবিত্ত ও ধনীদের কর দিতে হবে। যাঁদের আয় বছরে ২০.৮৩ লক্ষ টাকা, ইপিএফ-এ তাঁদের দেওয়া টাকার সুদের উপর কর ধার্য হবে।
একটি বেসরকারি সংস্থার প্রধান পারিজাদ স্যারওয়ালা জানিয়েছেন, ‘বর্তমান করব্যবস্থা অনুসারে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের দেওয়া টাকার উপর কর নেওয়া হয় না। তবে এবার থেকে যে কর্মীরা ইপিএফ-এ বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা করবেন, তাঁদের দেওয়া সেই টাকার সুদের উপর কর নেওয়া হবে। এতে উচ্চ বেতন পাওয়া কর্মী বা যাঁরা ইফিএফ-এ অনেক টাকা রাখেন, তাঁদেরই কর দিতে হবে।’
একটি কর বিষয়ক সংস্থার প্রধান অর্চিত গুপ্ত জানিয়েছেন, ‘প্রভিডেন্ট ফান্ডে কর ছাড়া সুদ দেওয়ার বিষয়টি ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণেই এবার সরকার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে উচ্চ বেতনভোগীদের বেশি টাকা দেওয়া ঠেকাতে চাইছে।’
কর্মীদের বেসিক পে এবং পারফরম্যান্স ওয়েজেসের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা হয়। সংস্থার পক্ষ থেকেও ১২ শতাংশ অর্থ দেওয়া হয়। এতদিন এই টাকার উপর কর নেওয়া হত না। কিন্তু এবার সেই ব্যবস্থায় বদল আনল সরকার।