কোয়েম্বাটুর: অবলা পশুর ওপর নির্মম অত্যাচার! তামিলনাড়ুর থেক্কামাপত্তিতে প্রশিক্ষণ শালায় একটি হাতিকে দুই মাহুতের বেধড়ক মার। এমনই নির্মম ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করলেন এক প্রত্যক্ষদর্শী। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি ১৯ বছরের একটি হাতির পায়ে লাঠি দিয়ে বেধড়ক মারছেন। আর যন্ত্রণায় হাতির কান্না ভিডিওতে স্পষ্ট শোনা গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে,শ্রীভিল্লিপুথুরের অন্ডাল মন্দিরের জয়ামাল্যথা নামে হস্তিনীটিকে এই প্রশিক্ষণ শিবিরে আনা হয়েছিল। মাহুতের নির্দেশ মতো কাজ না করায় হস্তিনীটিকে এভাবে আঘাত করা হয়। মাহুত বিনিল কুমার ও তাঁর সহকারী শ্রীপ্রসাদ হস্তিনীটিকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রায় ২০ সেকেন্ড ধরে তার পায়ে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকেন।
হস্তিনীকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মার, গ্রেফতার দুই মাহুত, নির্মমতা ধরা পড়ল ক্যামেরায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2021 01:40 PM (IST)
ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপ্রেমীরা। গ্রেফতার করা হয়েছে দুই মাহুতকে।
ছবি- ট্যুইটারে শেয়ার ভিডিও-র স্ক্রিনশট
Published at: 22 Feb 2021 01:24 PM (IST)