নয়াদিল্লি: হরিয়ানায় বিরোধী দলগুলিকে একজোট হয়ে সরকার গড়ার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা। তিনি বলেছেন, ‘মানুষ বিজেপি-র বিরুদ্ধে রায় দিয়েছেন। সব বিরোধী দলের একজোট হয়ে সরকার গড়া উচিত। সব দলের স্বার্থের প্রতিই শ্রদ্ধা বজায় রাখা হবে।’


হুডা নিজে গরহি সম্পলা-কিলই কেন্দ্রে ৫৮,৩২১ ভোটে জয় পেয়েছেন। তিনি বিজেপি প্রার্থী সতীশ নন্দলকে হারিয়ে দিয়েছেন। হুডা বলেছেন, ‘আমরা আর একটু সময় পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারতাম। রায় আমাদের পক্ষেই যাচ্ছে।’

হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জেজেপি-ও লড়াই করছে। হুডার সঙ্গে কথা বলেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি হরিয়ানার ফলের দিকে নজর রেখেছেন। জেজেপি ও নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস। বিজেপি-বিরোধী সরকার গঠনের জন্য তৎপরতা তুঙ্গে। তবে চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার পরেই ছবিটা স্পষ্ট হবে।