নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ দেওয়ার কথা ঘোষণা করল ভুটান সরকার। আজ এই ঘোষণা করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
ভুটানের রাজা জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে আমাদের নিঃশর্ত বন্ধুত্বের সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে বছরের পর বছর ধরে ভুটানকে সাহায্য করে চলেছে ভারত। বিশেষ করে করোনা আবহে ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত।’
ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ‘রাজাজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান গাদাগ পেল গি খোরলো প্রাপক হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। রাজা উল্লেখ করেছেন, বছরের পর বছর ধরে মোদিজি ভুটানের সঙ্গে নিঃশর্ত বন্ধুত্ব বজায় রেখেছেন এবং আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে করোনার সময় তিনি আমাদের সাহায্য করেছেন। এই পুরস্কার তাঁর প্রাপ্য ছিল। ভুটানের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে, তাঁকে মহান, ধার্মিক মানুষ বলে মনে হয়েছে। আপনার উপস্থিতিতে এই সম্মান প্রদান অনুষ্ঠান উদযাপন করার দিকে তাকিয়ে আছি।’
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে ভুটানের সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র ভারত। ১,০২০ মেগাওয়াটের টালা জলবিদ্যুৎ প্রকল্প, পারো বিমানবন্দর, ভুটান ব্রডকাস্টিং স্টেশন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য করছে ভারত।
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে ভুটানের অন্যতম সহযোগী ভারত। দু’দেশের মধ্যে অবাধ বাণিজ্যের চুক্তি আছে। সিরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন যে দেশকে প্রথম উপহার হিসেবে দিয়েছিল ভারত, সেই দেশটি হল ভুটান। এ বছরের জানুয়ারিতে ভারতের পক্ষ থেকে ভুটানে উপহার হিসেবে দেড় লক্ষ ডোজ কোভিশিল্ড পাঠানো হয়।