কটূক্তির প্রতিবাদ করায় বিহারে হস্টেলে ঢুকে ৪০ জন ছাত্রীকে বেধড়ক মারধর
Web Desk, ABP Ananda | 07 Oct 2018 04:15 PM (IST)
সুপৌল: নীতীশ কুমার প্রশাসন যতই সুশাসনের দাবি করুক না কেন, বিহার রয়েছে বিহারেই। মেয়েদের শ্লীলতাহানি, কটূক্তি, মারধরের ঘটনা কোনওভাবেই বন্ধ হচ্ছে না। সুপৌলের কস্তুরবা গাঁধী হাইস্কুলের ছাত্রীরা কটূক্তির প্রতিবাদ করায় হস্টেলে ঢুকে তাঁদের মারধর করল দুষ্কৃতীরা। ৪০ জন ছাত্রী জখম। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চারজনের আঘাত গুরুতর। কিন্তু এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। এই ঘটনার পর স্থানীয় বিধায়ক ও সাংসদ হাসপাতালে গিয়ে আহত ছাত্রীদের সঙ্গে দেখা করেছেন। স্থানীয় সূত্রে খবর, ছাত্রীরা যখন খেলছিল, তখন কয়েকজন যুবক তাদের কটূক্তি করে এবং স্কুলের দেওয়ালে অশ্লীল শব্দ লেখে। এর প্রতিবাদ করে ছাত্রীরা। এরপরেই দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে হস্টেলে ঢুকে ছাত্রীদের মারধর করে ওই যুবকরা। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীশ কুমার ট্যুইট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন।