নয়াদিল্লি: অত্যুৎসাহী দলীয় কর্মীদের জন্য আর একটু হলেই বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। মধ্যপ্রদেশের জব্বলপুরে তাঁর আট কিমি দীর্ঘ রোড শো চলাকালীন আরতির আগুন ধরে যায় বেলুনে। এরপরেই বিকট শব্দ করে ফাটতে শুরু করে বেলুনগুলি। এর জেরে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গতকালই মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরেই নর্মদায় পুজো দিয়ে রোড শো শুরু করেন রাহুল। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। কয়েকজন কংগ্রেস কর্মী দলীয় সভাপতির জন্য আরতির ব্যবস্থা করেন। তাঁরা যখন আরতির পাত্রটি রাহুলের দিকে এগিয়ে দিতে যান, তখনই অসাবধানে বেলুনে আগুন ধরে যায়। কাছেই দাঁড়িয়েছিলেন কংগ্রেস সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বেলুন ফাটার শব্দে তাঁরাও হকচকিয়ে যান। পুলিশ ও এসপিজি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেস কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।