পটনা: ১৪ মাসের মধ্যে আটটি মেয়ের জন্ম দিয়েছেন ৬৫ বছর বয়সি এক মহিলা! অন্য এক মহিলা আবার ৯ মাসের মধ্যে পাঁচটি মেয়ের জন্ম দিয়েছেন! এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুর জেলায়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সরকারি আধিকারিকদের সন্দেহ, কন্যাসন্তানের জন্ম দেওয়ার জন্য যে টাকা পাওয়া যায়, সেটা হাতানোর জন্যই এই মহিলারা কাগজে-কলমে মা হওয়ার দাবি করছেন। আসলে তাঁরা কন্যাসন্তানের জন্ম দেননি।


মুজফফরপুরের জেলাশাসক চন্দ্রশেখর সিংহ জানিয়েছেন, ‘জাতীয় স্বাস্থ্য মিশনে প্রতিটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার জন্য ১,৪০০ টাকা করে দেওয়া হয়। এই দুই মহিলাকে সেই টাকা দিয়েছে স্বাস্থ্য দফতর। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেই টাকা নেওয়ার জন্যই দুর্নীতি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সরকারি আধিকারিকদের পাশাপাশি দালালরাও জড়িত থাকতে পারে। আমরা এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করেছি।’

স্থানীয় সূত্রে খবর, মুজফফরাবাদের মুশারি ব্লকে থাকেন ৬৫ বছরের লীলা দেবী। তিনি ১৪ মাসে আটটি কন্যাসন্তান জন্ম দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। সনিয়া দেবী নামে অপর এক মহিলাও ৯ মাসে পাঁচটি মেয়ের জন্ম দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তাঁদের দু’জনেরই মা হওয়ার কোনও প্রমাণ নেই। গোটা ঘটনাই খতিয়ে দেখছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির প্রধান একজন অতিরিক্ত জেলাশাসক।