পুলিশ জানিয়েছে, ভোজপুরের দামোদরপুর গ্রামের বাসিন্দা ১৯ বছরের বিমলেশ শাহর দেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে। তাঁর গ্রামের লোক অভিযোগ করেন, স্থানীয় যৌন পল্লীর বাসিন্দারা গলা টিপে খুন করেছে তাঁকে। এ নিয়ে হইচই শুরু হলে জনতা বাজারে ঢুকে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়, বহু লোককে মারধর করে। তখনই এক মহিলার পোশাক ছিঁড়ে তাঁকে নগ্ন করে ঘোরানো হয়। পাশ দিয়ে যাওয়া ট্রেনের ওপরেও ছোঁড়া হয় পাথর। বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালায় পুলিশ। জবাবে ভিড় থেকেও ছুটে আসে গুলি।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
আরজেডি নেতা ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইট করে বলেছেন, নীতীশ রাজের কুশাসনের ফলেই আরা এলাকায় এক মহিলাকে বস্ত্রহীন করে ঘোরানো হয়েছে, গণধোলাই দেওয়া হয়েছে।