চণ্ডীগড়: প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে পাক সেনাপ্রধানকে আলিঙ্গনের জন্য সমালোচনার মুখে পড়েছেন নভজ্যোত সিংহ সিধু। শুধু বিরোধীরাই নয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহও তাঁর সরকারের মন্ত্রী সিধুর ওই কাজের সমালোচনা করেছেন। এই অবস্থায় প্রাক্তন ক্রিকেটার বলেছেন, যখন প্রয়োজন হবে, তখন এর কড়া জবাব দেওয়ার জন্য তিনি তৈরি।


উল্লেখ্য, গতকাল অমরিন্দর বলেছেন, পাক সেনা প্রধানের সঙ্গে আলিঙ্গন করে একেবারেই ঠিক কাজ করেননি সিধু। আমি এর পক্ষে নই। সিধুর বোঝা উচিত  প্রতিদিনই আমাদের সেনাদের খুন করা হচ্ছে। কয়েকমাস আগে আমার রেজিমেন্ট এক মেজর ও দুই জওয়ানকে হারিয়েছে।

রবিবার দেশে ফিরে অবশ্য পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করার সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, পাক সেনাপ্রধান তাঁর দিকে এগিয়ে গিয়ে বলেন, তাঁদের সংস্কৃতি একইরকম। ঐতিহাসিক গুরুদ্বারা কর্তাপুর সাহিব যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। একথা শুনেই তিনি আলিঙ্গন করেন। আম আদমি পার্টির বিধায়ক সুখপাল সিংহ খয়রাও সিধুর পাশে দাঁড়িয়েছেন। ট্যুইটে তাঁর দাবি, পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে সিধু কোনও ভুল করেননি।