কাশ্মীর: জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছে ১২ জঙ্গি।বাহিনীর এই সাফল্যের কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।



সম্প্রতি বিক্ষিপ্ত হানার খবর আসছিল উপত্যকা থেকে। ফের বেশকিছু জায়গায় জঙ্গিদের আনাগোনার বিষয় খবর পাচ্ছিলেন গোয়েন্দারা।সুযোগ বুঝে শুরু হয়েছিল 'সার্চ অপারেশেন'। যার ফল পাওয়া গেল হাতেনাতে। টানা ৭২ ঘণ্টার জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এসেছে সাফল্য। জম্মু ও কাশ্মীরের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, উপত্যকার চার জায়গায় অপারেশন চালিয়েছিল নিরাপত্তাবাহিনী।যার ফল হিসেবে ত্রাল ও সোপিয়ানে ৭ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। হরিপুরায় অল বদর জঙ্গিগোষ্ঠীর ৩ জনকে খতম করেছে বাহিনী। একই সঙ্গে বিজবেহরায় ২ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এই দুই জঙ্গি লস্কর-এ-তৈবার সদস্য বলে জানা গিয়েছে।

সম্প্রতি অনন্তনাগে এক সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। পাল্টা সার্চ অপারেশনে হামলাকীরা জঙ্গিদের মৃত্য হয়েছে বলে দবি করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিজবেহেরায় হানা দেয় নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় এলাকা।বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। রাতভোর ঘিরে রাখা হয় এলাকা। যাতে কোনওভাবেই পালাতে সক্ষম না হয় জঙ্গিরা। শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, সোপিয়ানে প্রথম থেকেই জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। সেখানে হামলাকারীদের মধ্যে একজন সদ্য নিয়ুক্ত জঙ্গিও ছিল। যাকে তার বাবা-মাও আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু আরও দুই জঙ্গি তাকে আত্মসমর্পণ করতে দেয়নি। হাত থেকে
অস্ত্র নামাতে বাধা দেওয়া হয় তাকে। বার বার অনুরোধ করেও কোনও ফল হয়নি।শেষপর্যন্ত বাহিনীর গুলিতেই নিকেশ হতে হয় তাকে।

অতীতেও এরকম ঘটনার সাক্ষী থেকেছে উপত্যকা। সেনা ও পুলিশের সার্চ অপারেশনে এরকম ঘটনা প্রায়ই দেখা গিয়েছে। অনেক জায়গায় জঙ্গির বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে ছেলেকে আত্মসমর্পণ করার কথা বলেছে বাহিনী। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।