বিকানের: দেশের প্রথম শহর হিসেবে রাজস্থানের বিকানেরে আগামিকাল থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি টিকাকরণের কাজ। ৪৫ বছর ও তার বেশি বয়সি ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেবেন স্বাস্থ্যকর্মীরা।


জেলা প্রশাসন সূত্রে খবর, বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। একটি দল গঠন করা হয়েছে। সেই দলের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কাজ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ও ঠিকানা দিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে। সেই অনুযায়ী টিকাকরণের কাজ চলবে।


সূত্রের খবর, অন্তত ১০ জন টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করলে তারপর সংশ্লিষ্ট অঞ্চলে যাবে ভ্যাকসিন ভ্যান। ভ্যাকসিনের একটি ভায়ালের মাধ্যমে ১০ জনকে টিকা দেওয়া যায়। সেই কারণেই এই ব্যবস্থা করা হচ্ছে। টিকাকরণ যাঁরা করবেন, তাঁদের মধ্যে একজন চিকিৎসক থাকবেন। যাঁদের টিকা দেওয়া হচ্ছে, তাঁদের শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন ওই চিকিৎসক। 


বর্তমানে বিকানেরে ১৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। যে ব্যক্তিদের বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে, তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখবেন এই স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসকরা। ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ৬০ থেকে ৬৫ শতাংশ বাসিন্দার টিকাকরণ হয়ে গিয়েছে। এই জেলার ৩,৬৯,০০০ বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে।


গত ২৪ ঘণ্টায় বিকানেরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। এখনও পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০,১১৮। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৭ জনের। এখন করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৩।


এদিকে, দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। দেশে দীর্ঘ ৭১ দিনের ব্যবধানে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৩।