নয়াদিল্লি: করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন জারি হওয়ার জেরে বন্ধ হয়ে যাওয়ার পর ১৫ তারিখ ফের খুলছে সিনেমা হল। ফের মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। লকডাউনের পর মুক্তি পাওয়া প্রথম ছবি হতে চলেছে এটি।


এ বিষয়ে প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজক সন্দীপ সিংহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেরা প্রধানমন্ত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। সিনেমা হল ফের খুললে বর্তমানে দেশের সবচেয়ে অনুপ্রেরণামূলক নেতার জীবনের অনুপ্রেরণামূলক গল্পের চেয়ে ভাল কিছু আর কী দেখার থাকতে পারে?’

সন্দীপ আরও বলেছেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তের একটি অংশ হতে পেরে আমি গর্বিত। কিছু রাজনৈতিক কারণে ছবিটি এর আগেরবার যখন মুক্তি পেয়েছিল, তখন অনেকেই সেটি দেখতে পাননি। আশা করি এবার দেশের মানুষ ছবিটি দেখবেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ রোখার জন্য যাবতীয় সতর্কতা মেনে খোলা যাবে সিনেমা হল। তবে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে। দর্শকদের পরতে হবে মাস্ক।

গত বছর মুক্তি পায় প্রধানমন্ত্রীর বায়োপিক। কিন্তু ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। তারপর ফের মুক্তি পাচ্ছে ছবিটি।