নয়াদিল্লি : আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আজ ৭৭ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে আজ তাঁর সমাধিস্থল বীরভূমিতে বিশেষ কর্মসূচী আয়োজন করেছে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাজীব গাঁধীর ৭৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কংগ্রেস আজ সকাল সাড়ে সাতটায় তাঁর সমাধিস্থল বীরভূমিতে এক কর্মসূচীর আয়োজন করে। উল্লেখ্য, রাজীব গাঁধীর জন্ম ১৯৪৪-এর ২০ অগাস্ট। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপ্রৌত্র রাজীব গাঁধী। তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। ১৯৮১ থেকে এই পদে ছিলেন তিনি। ১৯৮৪-তে ইন্দিরা গাঁধী আততায়ীদের গুলিতে মারা যাওয়ার পর রাজীব গাঁধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
দেশে কম্পিউটার বিপ্লবের জনক মনে করা হয় রাজীব গাঁধীকে। মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গাঁধী প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিয়ে কম্পিউটারের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। দেশে কম্পিউটারের ব্যবহারে জোর দিতে গিয়ে তাঁকে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তাঁর সমালোচনাও হয়েছিল। কিন্তু নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। ১৯৯১-তে তামিলনাড়ুতে ভোটের প্রচারের সময় আততায়ীর আত্মঘাতী হামলায় প্রয়াত হয়েছিলেন রাজীব গাঁধী।
যুব কংগ্রেস প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচীর আয়োজন করেছে। রক্তদান শিবির, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে বিশেষ একটি ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন সদভাবনা দিবস হিসেবে পালন করে কংগ্রেস।