নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর যোগ দিতে যাওয়া নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি। সাংবাদিক বৈঠকে এই ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘কংগ্রেস ও রাহুল গাঁধী কি সিধুর বক্তব্য ও আচরণের সঙ্গে একমত? যদি একমত না হন, তাহলে কি সিধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? কংগ্রেস কি সিধুকে সাসপেন্ড করবে?’

গতকালই পাকিস্তানে যান সিধু। আজ তিনি ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে বসেন পাক-অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে। পাক সেনাপ্রধান কামার বাজওয়াকে আলিঙ্গনও করেন সিধু। এই বিষয়টিকে কেন্দ্র করেই তাঁকে আক্রমণ করেছে বিজেপি। সম্বিত বলেছেন, ‘সিধুজি সাংবাদিক বৈঠকে পাকিস্তানের উদ্দেশে বলেছেন, পাকিস্তানকে ধন্যবাদ জানানোর মতো ভাষা তাঁর নেই। কী কারণে পাকিস্তানকে ধন্যবাদ জানাতে চান তিনি? আমাদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য না নিরপরাধ ব্যক্তিদের মারার জন্য? যাঁরা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেন, পাকিস্তানে গিয়ে তাঁদেরই আলিঙ্গন করছেন কংগ্রেসের এই নেতা। পাকিস্তানে যাওয়ার আগে কি কংগ্রেসের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন নভজ্যোত সিংহ সিধু?’