নয়াদিল্লি ও কলকাতা: রাজ্যে ভ্যাকসিনের সঙ্কট নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে  নালিশ বিজেপির। কেন্দ্র থেকে পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া সত্বেও, বেছে বেছে শাসকদলের নেতাদের সুপারিশ থাকলেই ভ্যাকসিন পাওয়ার অভিযোগ। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তারা বলেছে, কেন্দ্রের ভ্যাকসিন নীতির জন্যই অব্যবস্থা। রাজ্যে সুষ্ঠুভাবেই ভ্যাকসিন বণ্টন হচ্ছে। 


সংসদের পেগাসাস , কৃষি আইন ও পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে সংসদে ও সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। এবার দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে ভ্যাকসিন ইস্যুতে সরব হয়েছে বিজেপি। 


বাংলায় ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে অস্বচ্ছতা, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের অপ্রতুলতার মতো অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ বিজেপি সাংসদদের। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে দেখা করে, স্মারকলিপি পেশ করেন বাংলার বিজেপি সাংসদরা।


বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গে টিকা বন্টনের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে। কেন্দ্র যত ভ্যাকসিন পাঠাচ্ছে, সেগুলির মধ্যে কতগুলি দেওয়া হয়েছে, হাতে কতগুলি ভ্যাকসিন রয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য জানা যাচ্ছে না। 


তিনি বলেছেন, “ভ্যাকসিন নিয়ে পশ্চিমবঙ্গে যে অনিয়ম হচ্ছে, যে ধরনের কালোবাজারি, জাল ভ্যাকসিনকাণ্ড চলছে তা নিয়ে সেখানকার মানুষ খুবই বিব্রত। আমরা এই নিয়ে আন্দোলন করছি। আমাদের কাছে যা তথ্য আছে, তা কো-উইন অ্যাপেও  পাওয়া যাবে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৮৯০ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। কিন্তু এই ভ্যাকসিনের কোনও হিসাব নেই। হিসাবমতো, ৩০ লক্ষ ভ্যাকসিন এখনও পড়ে রয়েছে, যা এখনও ব্যবহার হয়নি। সেই ভ্যাকসিন কোথায় আছে, দেওয়া হবে কি না, তা মানুষ জানতে চায়।"


বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেছেন, বিজেপি মিথ্যে ছড়াচ্ছে। অন্য রাজ্যকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারপরও বাংলায় পরিকল্পিতভাবে টিকাকরণের কাজ চলছে। 


উল্লেখ্য,  দুদিন আগেই জানা গেছে, রাজ্যের দাবি মতো চলতি মাসেও আসছে না কেন্দ্রের ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অগাস্টে বাংলায় ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠাবে কেন্দ্র। মোট ১৩ দফায় এই ভ্যাকসিন আসবে বলে সূত্রের খবর। টিকা প্রাপ্তির তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পর চতুর্থ স্থানে বাংলা। সর্বোচ্চ প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভ্যাকসিন পাচ্ছে উত্তরপ্রদেশ।সূত্রের খবর, চলতি মাসে মহারাষ্ট্র পাচ্ছে ৮১ লক্ষ ২৭ হাজার ৭৯০ ভ্যাকসিন। বিহার পাচ্ছে ৬৪ লক্ষ ৭৪ লক্ষ ৪৬০ ডোজ ভ্যাকসিন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। কেন্দ্র  জানিয়েছে, সারা দেশে ৯ কোটি ৮৪ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হবে চলতি মাসে। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া কেন্দ্রকে জানিয়েছে, ৬৪ লক্ষ ১ হাজার ৪২০ ডোজ কোভিশিল্ড পাঠানো হবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি আরও ৫১ লক্ষ ৬৩ হাজার ৪০০ ভ্যাকসিন আসছে রাজ্য। তবে তা রাজ্যের জন্য বলে জানা গিয়েছে।