নয়াদিল্লি: নির্বাচন কমিশনে গিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে শাহিনবাগ সহ বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে মদত দেওয়ার অভিযোগ করল বিজেপি। আজ নির্বাচন কমিশনে যায় বিজেপি-র একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন ও মুখতার আব্বাস নকভি। বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ‘আমরা আপ নেতাদের বক্তব্য সহ প্রমাণ পেশ করে দেখিয়ে দিয়েছি, দিল্লির শাসক দলই সিএএ-বিরোধী আন্দোলনের পিছনে রয়েছে। নির্বাচন কমিশনারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি আমরা। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস নিয়েছে।’


দেড় মাসেরও বেশি সময় ধরে শাহিনবাগে সিএএ-বিরোধী আন্দোলন চলছে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সারা দেশে সিএএ-বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে শাহিনবাগ। দেশের অন্য শহরগুলিতেও একই পদ্ধতিতে আন্দোলন শুরু হয়েছে। বিজেপি নেতা-মন্ত্রীরা শাহিনবাগের আন্দোলন নিয়ে কটাক্ষ করে চলেছেন। তাঁদের দাবি, বিরোধী দলগুলি এই আন্দোলনের পিছনে রয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধান ইস্যু হয়ে উঠেছে শাহিনবাগ।