নদিয়া: টানটান উত্তেজনা!একঝলক দেখলে মনে হবে যেন কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে! কিন্তু আদতে এ ছবি নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের! তা ঘিরেই একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা।
১৪৪ ধারা জারি করে প্রশাসন। শেষ পর্যন্ত বোর্ড গঠন করল বিজেপি।
করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের মোট আসন ২২টি। তার মধ্যে বিজেপি ১২টি
তৃণমূল ৮ এবং ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে কখনও আইনশৃঙ্খলার কারণে, আবার কখনও অন্যকোনও কারণে স্থগিত রাখা হয় পঞ্চায়েতের বোর্ড গঠন।
শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।
হাইকোর্টই মঙ্গলবার বোর্ড গঠনের দিন ধার্য করে দেয়। নির্দেশ দেওয়া হয় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তারও। সেইমতো এদিন দুপুর ১২টায় শুরু হয় বোর্ড গঠনের প্রক্রিয়া।
১২-১০ ব্যবধানে জিতে বোর্ড গঠন করে বিজেপি।
পঞ্চায়েত প্রধান হন বিজেপির মনীষা মালাকার। উপপ্রধান হন সোমা সাহা ভট্টাচার্য।
এতদিন বোর্ড গঠন স্থগিত থাকায় অনেক সরকারি পরিষেবাই ঠিকঠাক পাচ্ছিলেন না স্থানীয় বাসিন্দারা।এবার সেই সমস্যা মিটবে বলে আশাবাদী এই পঞ্চায়েতের বাসিন্দারা
টানটান উত্তেজনার মধ্যে ১২-১০ ব্যবধানে জিতে নদিয়ার করিমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2019 08:13 PM (IST)
টানটান উত্তেজনা!একঝলক দেখলে মনে হবে যেন কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে! কিন্তু আদতে এ ছবি নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের! তা ঘিরেই একপ্রকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা এলাকা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -