নয়াদিল্লি: কৃষক বিক্ষোভে কপালে ভাঁজ মোদি সরকারের। কৃষকদের বোঝাতে ৮টি দল গঠন। কৃষকদের এই বিলের সুফল বোঝাবে দলের সদস্যরা। নিজের এলাকার কৃষকদের কাছে যেতে হবে সাংসদদের। নির্দেশ বিজেপি শীর্ষ নেতৃত্বের।
বিজেপি সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক অরুণ সিংহ এক নির্দেশিকা পাঠিয়েছেন রাজস্থান, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ ও দিল্লির রাজ্য সভাপতি, রাজ্য সংগঠন ও সংশ্লিষ্ট রাজ্যগুলির ভারপ্রাপ্ত নেতাদের। এই নির্দেশিকায় বলা হয়েছে, কৃষকদের বোঝাতে হবে, তাঁরা কৃষি বিলের ফলে উপকৃত হবেন। বিভিন্ন ধরনের ঋণ, ফড়েদের কবলে পড়ে বছরের পর বছর ধরে কৃষকদের সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন সংসদে বিল পাশ হওয়ার পর তাঁরা স্বাধীনতা পাচ্ছেন। এর ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে এবং তাঁদের উন্নতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কীভাবে কৃষকদের জন্য কাজ করে চলেছেন, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ রেল যোজনা, ফসল নষ্ট হওয়ার ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিয়ম বদল, ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথাও প্রচার করতে হবে।
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, দলীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ‘জন জাগরণ অভিযান’ চালাতে হবে। দলের কর্মীদের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি যেতে হবে, জনসভা করতে হবে। প্রতিটি জেলায় সাংবাদিক বৈঠক করতে হবে। কৃষি বিলের বিষয়ে সবাইকে বোঝাতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কৃষি বিল নিয়ে প্রচার চালাতে হবে, বোঝাতে হবে কৃষকদের, ৮টি দল গঠন বিজেপি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2020 04:16 PM (IST)
নিজের এলাকার কৃষকদের কাছে যেতে হবে সাংসদদের। নির্দেশ বিজেপি শীর্ষ নেতৃত্বের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -