মুম্বই: কংগ্রেস ও এনসিপি নেতাদের দলে নেওয়ার আগে ‘গুজরাতের ওয়াশিং পাউডার’ দিয়ে তাঁদের পরিষ্কার করে নেয় বিজেপি। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের কথা উল্লেখ করে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীসের ‘মহাজনাদেশ যাত্রা’-র মোকাবিলায় এনসিপি-র ‘শিবস্বরাজ্য যাত্রা’-কে ‘শেষযাত্রা’ বলেও কটাক্ষ করেছেন দানভে।

এক জনসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দানভে বলেছেন, ‘আমাদের কাছে গুজরাতের ওয়াশিং পাউডার আছে। কংগ্রেস ও এনসিপি নেতাদের আগে পরিষ্কার করে তারপর দলে নেয় বিজেপি। একদিকে মুখ্যমন্ত্রী ফঢ়ণবীসের মহাজনাদেশ যাত্রায় মানুষের ভিড় দেখা যাচ্ছে, অন্যদিকে এনসিপি-র শেষযাত্রা চলছে। মানুষ সাধারণত শেষযাত্রায় যোগ দেন। তবে এনসিপি-র অনেক নেতা এই যাত্রায় নেই। এনসিপি-র লোকজনই এই যাত্রা এড়িয়ে যাচ্ছেন।’

দানভেকে পাল্টা কটাক্ষ করে এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের ট্যুইট, ‘আপনি ঠিক বলেছেন। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন অত্যাচারী, অসংবেদনশীল, কৃষক-বিরোধী সরকারের শেষযাত্রা চলছে। তবে আপনার ভুল সংশোধন করে দিচ্ছি। স্বৈরাচারী সরকারের প্রতি শোকজ্ঞাপনের জন্য বহু মানুষ শিবস্বরাজ্য যাত্রায় যোগ দিচ্ছেন।’