লখনউ: গিয়েছিলেন মাইনে বাড়ানোর কথা বলতে। কিন্তু দাবির পিছনে যে যুক্তি দিলেন তাতেই সকলের চক্ষু চড়কগাছ। কিন্তু অকুতোভয় সাংসদ। তাঁর সাফ যুক্তি, বললেন, বেতন কম বলেই চুরি করতে বাধ্য হন সাংসদ, বিধায়করা।
হ্যাঁ, এমনই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের বস্তী লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী। নিজের কেন্দ্রের জেলা পঞ্চায়েত সভাগারে যুবা সংবাদ কার্যক্রমে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই দ্বিবেদী বলেন, জনপ্রতিনিধিরা যে বেতন পান, তাতে তাঁদের নিজেদের কেন্দ্রের খরচ তোলা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে তাঁরা অসদুপায় নেন। তাঁর দাবি, একজন সাংসদকে ১২ জন কর্মী নিয়োগ করতে হয় কিন্তু তাঁর মাইনে প্রাথমিক স্তরের অধ্যাপকের থেকেও কম। ফলে চুরি ছাড়া আর কী করবেন তাঁরা।
বেতন বাড়ানোর ইস্যুতে নিজের দলের প্রথম সারির নেতাদের সমালোচনা করেছেন দ্বিবেদী। তবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের, কারণ তিনি বিধায়কদের মাইনে ভালরকম বাড়ানোর প্রস্তাব রেখেছেন।
দেখে নেওয়া যাক আমাদের দেশে সাংসদদের মাইনে কত। কর্মরত সাংসদরা প্রতি মাসে বেতন পান মাসে ৫০,০০০ টাকা করে। এছাড়া প্রতি দিন পান ২০০০ টাকা ভাতা। নিজের এলাকায় কাজ করানোর জন্য প্রতি মাসে ৪৫,০০০ টাকা করে ভাতা মেলে। অফিস খরচের জন্যও পান মাসে ৪৫,০০০ টাকা। পাশাপাশি কর্মী নিয়োগ করতে ও স্টেশনারি জিনিসপত্র কিনতেও টাকা পান তাঁরা, পান হরেকরকম ছাড়ও।
সাংসদ, বিধায়কদের বেতন কম, চুরি তো করতেই হয়, বললেন বিজেপির এই নেতা
ABP Ananda, Web Desk
Updated at:
07 Jan 2019 01:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -