এবার হয়তো ওরা রাশিয়া, আমেরিকার ভোটের সঙ্গেও এদেশে ভোটের প্রস্তাব দেবে! বিজেপিকে কটাক্ষ শিবসেনার
Web Desk, ABP Ananda | 14 Aug 2018 07:32 PM (IST)
মুম্বই: এক দেশ, এক ভোট প্রস্তাব নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার। দলের রাজ্যসভা সদস্য সঞ্জয় রাউত বললেন, এবার হয়তো ওরা রাশিয়া, আমেরিকার ভোটের সঙ্গেও এদেশে ভোটের প্রস্তাব দেবে। একযোগে লোকসভা ও বিধানসভা ভোট হলে কীভাবে দেশের লাভ হবে, সেই প্রশ্ন তুলেছে উদ্ধব ঠাকরের দল। বিজেপি সভাপতি অমিত শাহ একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর পক্ষে সওয়াল করে এই যু্ক্তি পেশ করেছেন যে, এতে খরচ কমবে, সারা বছর দেশে ভোটের মেজাজ থাকবে না, এটাও সুনিশ্চিত হবে। একসঙ্গে সব ভোট করার বিরোধিতাকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যাও দিয়েছেন। আইন কমিশনকে লেখা চিঠিতে বিজেপি সভাপতি বলেছেন, তাঁর দলের পরিষ্কার মত, ভারতের মতো প্রগতিশীল দেশে নির্বাচন হওয়া উচিত একটা বাঁধা সময়ে ও একটি নির্দিষ্ট সময়ের মেয়াদ ধরে। এতে জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালনে সুবিধা হবে। রাউত বলেন, বিজেপি হয়তো লোকসভা, বিধানসভা ভোট একইসঙ্গে করবে, নয়তো আমেরিকা ও রাশিয়ার নির্বাচনের সঙ্গেও করতে পারে। বিজেপির শীর্ষ নেতাদের মাথা থেকে যে কখন কী বেরবে, তা আপনি, আমি জানি না। একসঙ্গে ভোট করানোয় দেশের কী লাভ হবে? বিজেপি, শিবসেনা এনডিএ জোটে থাকলেও ২০১৪-য় মহারাষ্ট্র বিধানসভা ভোটে আলাদা লড়ার পর থেকে দু দলের সম্পর্ক ধারাবাহিক তিক্ত হয়েছে।