জয়পুর: অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী যশবন্ত সিংহর ছেলে মানবেন্দ্র সিংহ কংগ্রেসে যোগ দিলেন। আজ রাহুল গাঁধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগগ দিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক। রাজ্যে বিধানসভা ভোটের প্রচার চলাকালে গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে এলেন মানবেন্দ্র।
সম্প্রতি বাড়মের জেলায় স্বাভিমান সমাবেশ করেছিলেন মানবেন্দ্র। সেখানেই কমল কা ফুল, বড়ি ভুল স্লোগান দিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। বিজেপির রাজ্য নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল মানবেন্দ্রর।

রাজস্থানের বাড়মের ও জয়সলমীর সহ আশেপাশের রাজপুত সম্প্রদায়ের মধ্যে মানবেন্দ্র ও তাঁর জসোল পরিবারের ভালো প্রভাব রয়েছে বলে মনে করা হয়।
২০১৪-র লোকসভা ভোটের পরই বিজেপির সঙ্গে মানবেন্দ্রর সম্পর্ক খারাপ হতে শুরু করে। ওই ভোটে বিজেপি তাঁর বাবা যশবন্ত সিংহকে টিকিট দিতে অস্বীকার করেছিল। এরপর যশবন্ত নির্দল হিসেবে ভোটে লড়েন এবং বিজেপি প্রার্থীর কাছে হেরে যান।
বিধানসভা ভোটের ঠিক আগে মানবেন্দ্রর কংগ্রেসে যোগদান রাজ্য রাজনীতিতে বড় ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। যদিও বিজেপির দাবি, মানবেন্দ্র কংগ্রেসে যোগ দেওয়ায় পশ্চিম রাজস্থানে দলের ভোটের ফলাফলের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।
২০১৩-র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাড়মেরের একটি আসন থেকে ৩১,৪২৫ ভোটে জয়ী হয়েছিলেন মানবেন্দ্র।