নয়াদিল্লি: প্রচণ্ড বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কেরল। ঘরে ফিরছেন ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষ, চলছে বাড়িঘর পরিষ্কার করে বাসযোগ্য করে তোলা। এর মধ্যে বিতর্ক বাধিয়েছেন বিজেপি বিধায়ক বসন্তগৌড়া পাটিল ইয়াতনাল। কর্নাটকের এই বিধায়ক বলেছেন, গোহত্যার কারণেই কেরলে বন্যা হয়েছে।


কর্নাটকের বিজয়পুরার এই বিধায়কের দাবি, গোহত্যার মাধ্যমে হিন্দু আবেগকে আহত করাই কেরল বন্যার কারণ। তাঁর কথায়, যদি হিন্দুদের অনুভূতিতে আঘাত করা হয়, ধর্মই আঘাতকারীদের সাজা দেবে। যেমন ধরুন কেরল। তা দেবভূমি নামে পরিচিত কিন্তু সর্বত্র গোহত্যা হয়। বিফ ফেস্টিভ্যালের এক বছরের মধ্যেই বন্যায় গোটা রাজ্য ভেসে গেল।




স্বাভাবিকভাবেই এই বক্তব্যে কেরলের মানুষ রীতিমত ক্ষুব্ধ। তাঁদের উল্টো অভিযোগ, বিজেপি নেতারাও লুকিয়ে চুরিয়ে গোমাংস খান, তারপরেও এ নিয়ে রাজনীতি করছেন তাঁরা।

হিন্দু মহাসভা নেতা স্বামী চক্রপাণিও অবশ্য দেবদেবীকে অপমান করার জেরেই কেরলে এমন বিধ্বংসী বন্যা এসেছে বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, গোহত্যা, দেবদেবীকে অসম্মান ও হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়াই এমন প্রাকৃতিক দুর্যোগের কারণ।