নয়াদিল্লি: রাফাল-বিতর্কে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি। কংগ্রেস সভাপতির করা রাফাল-মন্তব্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে ১৫ এপ্রিল।
নয়াদিল্লি কেন্দ্রের সাংসদ মীনাক্ষি তাঁর আবেদনে জানান, রাফাল-ইস্যুতে করা মন্তব্যে সুপ্রিম কোর্টের নাম জড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন রাহুল গাঁধী। লেখির হয়ে শীর্ষ আদালতে সওয়াল করা অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চকে জানান, রাহুল গাঁধী সম্প্রতি একটি মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেন, ‘একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে চৌকিদার চোর’। রোহতগি বলেন, গত ১০ এপ্রিল কংগ্রেস সভাপতি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ‘চুরি করেছেন’, তা সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।
লেখি তাঁর আবেদনে জানান, চলতি সপ্তাহে অমেঠিতে মনোনয়ন জমা দিতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই এই দাবি করেছেন রাহুল। সেখানে একটি সাম্প্রতিকতম সাক্ষাৎকারে করা প্রধানমন্ত্রীর বক্তব্যকেও হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি। ওই সাক্ষাৎকারে মোদি জানান, রাফাল মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে ক্লিনচিট দিয়েছে। রাহুল দাবি করেন, এখন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, চৌকিদার চুরি করেছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, রাফাল চুক্তিতে কিছু দুর্নীতি হয়েছে।
প্রসঙ্গত, বুধবার, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাফাল চুক্তি সংক্রান্ত প্রতিরক্ষামন্ত্রকের যে গোপন নথি, সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে তা প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে। এর আগে, গতবছর ১৪ ডিসেম্বর রাফাল মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে কেন্দ্রকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট। ওইদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, সমস্ত তথ্য খতিয়ে দেখে এই ইস্যুতে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের কোনও কারণ আমরা খুঁজে পাইনি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সন্দেহজনক কিছু দেখা যায়নি। এই রকম বিষয়ে কারও ব্যক্তিগত উপলব্ধির ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া যায় না।
রাফাল নিয়ে রাহুল-মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি, শুনানি ১৫-ই
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2019 05:34 PM (IST)
লেখি তাঁর আবেদনে জানান, চলতি সপ্তাহে অমেঠিতে মনোনয়ন জমা দিতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই এই দাবি করেছেন রাহুল। সেখানে একটি সাম্প্রতিকতম সাক্ষাৎকারে করা প্রধানমন্ত্রীর বক্তব্যকেও হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -