নয়াদিল্লি: হরিয়ানায় চলছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বিজেপি, কংগ্রেস ও জেজেপি-র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্যে শুরু হয়ে গেল চাপানউতোর। কংগ্রেস নেতা দীপেন্দ্র সিংহ হুডার দাবি, যে নির্দল প্রার্থীরা জয় পাওয়ার পর কংগ্রেসকে সমর্থন করতে ইচ্ছুক, তাঁদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি।
হরিয়ানায় এখনও পর্যন্ত কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছতে পারেনি। কংগ্রেসের চেয়ে সামান্য এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে দীপেন্দ্রর দাবি, ‘অধিকাংশ নির্দল প্রার্থীই আমাদের সঙ্গে আসতে চাইছেন। সেই কারণে তাঁদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি। গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায় না। নির্দল প্রার্থীদের নিজেদের পছন্দের দলকে সমর্থনের সুযোগ দেওয়া উচিত। আমি সংবাদমাধ্যমের সাহায্যে নির্বাচনের কমিশনের কাছে এই আবেদন জানাচ্ছি।’
দীপেন্দ্র আরও বলেছেন, ‘আজ স্পষ্ট হয়ে গিয়েছে, মানুষ খট্টর সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন। দুষ্যন্ত চৌতালা (জেজেপি প্রধান), নির্দল ও অন্যান্য দলগুলিকে একসঙ্গে জোট সরকার গড়ার আহ্বান জানাচ্ছি। তাহলেই মানুষের রায়কে সম্মান জানানো যাবে।’
দীপেন্দ্রর বাবা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা বলেছেন, ‘মানুষ বিজেপি-র বিরুদ্ধে ভোট দিয়েছেন। সব বিরোধী দলের একসঙ্গে সরকার গড়া উচিত। সব দলেরই স্বার্থরক্ষা করা হবে।’
কংগ্রেসকে সমর্থন করতে ইচ্ছুক নির্দল প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করছে বিজেপি, দাবি দীপেন্দ্র হুডার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2019 03:49 PM (IST)
হরিয়ানায় এখনও পর্যন্ত কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছতে পারেনি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -