মুম্বই: সকাল সকাল নাগপুরে ভোট দিয়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ী। দাবি করেছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর ৫ বছরের শাসন ও মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীশ সরকারের শাসনে রাজ্যবাসী তৃপ্ত। রেকর্ড ভোটে বিজেপি-শিবসেনা জোটকে ক্ষমতায় ফেরাবেন তাঁরা।


মহারাষ্ট্রে লড়াইটা চলছে মহায়ুতি জোট বিজেপি-সেনা ও অন্যান্য ছোট দলের সঙ্গে মহা আগাধি জোট কংগ্রেস-এনসিপির। বিজেপি লড়ছে ১৬৪টি আসনে, শিবসেনা লড়ছে ১২৬টিতে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ১৪৭টি আসনে, এনসিপি ১২১টিতে। শিব সেনার যুব শাখা যুব সেনা আদিত্য ঠাকরে লড়ছেন মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে।

গড়কড়ীর মতই মহারাষ্ট্রে বিজেপি-সেনা জোটের ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর আশা, বিজেপি-সেনা ২২৫টির মত আসন জিতবে। বিরোধীদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, লড়াইতেই নেই তারা। মানুষ সমর্থন করছেন নরেন্দ্র মোদী ও দেবেন্দ্র ফড়ণবীশকে।

হরিয়ানায় আবার যুযুধান ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেস। ময়দানে রয়েছে নবনির্মিত দল জজপা-ও। এ রাজ্যে বিজেপির হয়ে লড়ছেন ৩ ক্রীড়াবিদ, দাদরি থেকে কুস্তিগীর ববিতা ফোগত, সোনিপতের বরোদা থেকে কুস্তিগীর যোগেশ্বর দত্ত ও পেহোবা থেকে সন্দীপ সিংহ। আদমপুর থেকে টিকটক তারকা সোনালি ফোগতকে টিকিট দিয়েছে তারা।