নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর আক্রমণের পাল্টা জবাব দিল বিজেপি। আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘এর আগে কোনও দলের সভাপতি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহার করেননি। রাফাল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর মন্তব্য লজ্জাজনক ও দায়িত্বজ্ঞানহীন।’
আজ রাহুল অভিযোগ করেন, ‘রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী কেন নীরব? এই বিষয়টি সেনাবাহিনী ও দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা নিশ্চিত, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। তাঁকে হয় ওঁলাদের বক্তব্য মেনে নিতে হবে, না হলে বলতে হবে ওঁলাদে মিথ্যা কথা বলছেন এবং সত্য জানাতে হবে। রাফাল দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় দল গঠন করা উচিত। প্রয়োজনে ওঁলাদেকেও ডাকা যেতে পারে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুলের এই আক্রমণের পরিপ্রেক্ষিতেই তাঁকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। রবিশঙ্করের দাবি, ‘রাফাল যুদ্ধবিমান চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়ে চিন ও পাকিস্তানের সুবিধা করে দিচ্ছেন রাহুল। একজন অজ্ঞ নেতার অহংয়ের কারণে যৌথ সংসদীয় দলের তদন্তের নির্দেশ দেওয়া যায় না। ইউপিএ আমলে কয়েক বছর ধরে আলোচনার পরেও রাফাল চুক্তি চূড়ান্ত না করার জন্য বিদেশ থেকে চাপ ও ঘুষ দেওয়া হয়েছিল। ২০১২ সালে ইউপিএ আমলেই রিলায়েন্স ও দাসল্টের চুক্তি হয়েছিল।’
এর আগে কেউ প্রধানমন্ত্রীকে এত নির্লজ্জ আক্রমণ করেননি, রাফাল নিয়ে রাহুলকে পাল্টা তোপ বিজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2018 07:21 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -