মথুরা: শীঘ্রই বাজারে পাওয়া যাবে গোমূত্র, গোবর থেকে তৈরি সাবান, ফেসপ্যাক, শ্যাম্পু, নানা রকমের ওষুধপত্র। বিক্রি হবে বৃহত্ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ায়। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এজন্য।
উত্তরপ্রদেশের মথুরার ফারাহ টাউনে আরএসএস অনুমোদিত দীন দয়াল ধাম প্রথম তাদের ওয়েবসাইটে এ ধরনের রূপচর্চার সামগ্রী বিক্রির জন্য তুলে ধরবে। শরীরচর্চা ও জামাকাপড়ও প্রদর্শনের জন্য থাকবে ওয়েবসাইটে। সংস্থার তরফে ঘনশ্যাম গুপ্তা বলেন, দিনকয়েক আগে অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারে আলোচনা হয়েছে। সপ্তাহখানেক বাদেই আমাদের পণ্যসামগ্রীর বিজ্ঞাপন অ্যামাজনের ওয়েবসাইটে দেখা যাব, ক্রেতারা তার মাধ্যমে অর্ডার দিতে পারবেন। অ্যামাজনে অর্ডার পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা খবর পেয়ে যাব, সেইমতো এখানে আমাদের সেন্টার থেকে নির্দিষ্ট সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে।
দীনদয়াল ধামের সঙ্গে দু দশকের বেশি যুক্ত ঘনশ্যাম বলেন, আশপাশের বিভিন্ন গ্রামে বসবাসকারী মহিলারা দীন দয়াল কামধেনু গোশালা ফার্মেসির সঙ্গে কাজ করছেন। ফার্মেসিতে ঘনবতী, পঞ্চগব্য চূর্ণ, চ্যবনপ্রাশের মতো পণ্যের উত্পাদন হয়। ছোটখাট জ্বরে মোকাবিলায়, শরীরে রোগ প্রতিরোধ শক্তি তৈরিতে ঘনবতী ভাল ওষুধ।
পাশাপাশি ওই কেন্দ্রের টেলারিং ইউনিটে নানা স্টাইলের কুর্তাও তৈরি হয়, যেগুলির কয়েকটি জনপ্রিয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ঘনশ্যাম বলেন, এই অঞ্চলে অ্যামাজনের ক্যুরিয়র পরিষেবা নেই। তাই আমরা ভারতীয় ডাকবিভাগের সঙ্গে চুক্তি করেছি। তারা আশ্বাস দিয়েছে, ১০ দিনের মধ্যে অর্ডার দেওয়া সামগ্রী ডেলিভারি দেওয়া হবে।
বানাবে আরএসএস অনুমোদিত মথুরার সেন্টার, এবার অ্যামাজনে মিলবে গোমূত্র, গোবর থেকে তৈরি সাবান, ফেসপ্যাক, শ্যাম্পু
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2018 06:36 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -