লখনউ: তিন তালাকের শিকার হওয়া মহিলা ও তাঁদের সন্তান-সন্ততিদের কল্যাণের জন্য উত্তরপ্রদেশে ১০০ জন মহিলা কর্মীকে ‘তিন তালাক প্রবক্তা’ পদে নিয়োগ করতে চলেছে বিজপি।
দলের এক নেতা জানান, গোটা বিষয়টির তদারকি করবেন সংখ্যালঘু বিভাগের সচিব নাজিয়া আলম। তিনি জানান, উত্তরপ্রদেশে বিজেপির ৯৩টি ‘সাংগঠনিক জেলা’ এবং ৬টি আঞ্চলিক ইউনিট-- প্রত্যেকটিতে একজন করে মহিলা নিযুক্ত করা হবে।
এই প্রসঙ্গে আলম বলেন, শিক্ষিত মহিলা-- যাঁদের শরিয়ত এবং ভারতীয় আইন সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে এবং যাঁরা তিন তালাকের শিকার হওয়া মহিলাদের জীবনে সামাজিক পরিবর্তন আনতে পারবেন-- তাঁদেরকেই প্রবক্তা পদে নিয়োগ করা হবে।
তিনি যোগ করেন, দীপাবলির পরই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। উত্তরপ্রদেশে বর্তমানে ঠিক কতজন তিন তালাকের শিকার হওয়া মহিলা রয়েছেন, তা জানার জন্য ডিসেম্বরে সমীক্ষা চালানো হবে রাজ্যে।