মমতার পর এবার বিজেপি চায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে, আবেদন পুলিশের কাছে
ABP Ananda, Web Desk | 11 Feb 2019 11:44 AM (IST)
ধর্মতলার মেট্রো চ্যানেলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশকে ইমেল করল বিজেপি। ফেব্রুয়ারির ২১, ২২ ও ২৩ তারিখ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ধর্নায় বসতে চেয়ে আবেদন জানিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মেট্রো চ্যানেলে ধর্না অবস্থান নিষিদ্ধ করেছিল পুলিশ প্রশাসন। কিন্তু সারদাকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রেক্ষিতে গত সপ্তাহে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিজেপির এই আবেদন।