আমদাবাদ: রাহুল গাঁধী একটা মানসিক রোগী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন! কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করলেন বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুবমোর্চার (বিওয়াইজেএম) জাতীয় সাধারণ সম্পাদক অভিজিত্ মিশ্র। রাহুলকে টার্গেট করে তিনি এও বলেন, ওঁকে নেতা করার জন্য কংগ্রেসকে ধন্যবাদ দিতে চাই। এতে আমাদেরই লাভ। রাহুল বাবা কংগ্রেস সভাপতি থাকলে আমাদের উদ্বেগের কিছু নেই। রাহুল নরেন্দ্রভাইয়ের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন! গুজরাত বিজেপির একাধিক নেতা ও রাজ্যের এক মন্ত্রীর সামনেই দলীয় সভায় কংগ্রেস সভাপতিকে এভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেন তিনি।
বিজেপি যুবনেতাটি আরও বলেন, দেশের যুবসমাজের শাহরুখ খান, সলমন খান, আমির খানের মতো তারকাদের পরিবর্তে আদর্শ করা উচিত মহারানা প্রতাপ, শিবাজী, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, মঙ্গল পান্ডে ও গুরু গোবিন্দ সিংহের মতো মহান নেতাদের। তারপরই তিনি বলেন, রূপোর চামচ মুখে করে জন্ম হয়েছে যে ছেলেটার, যে একটা মানসিক রোগী, সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সামান্য পাত্রে বেড়ে ওঠা চারাগাছ বটবৃক্ষ হয়ে ওঠার স্পর্ধা এরকম মূর্খরাই প্রধানমন্ত্রী হতে চায়।
পাশাপাশি ২০১৬-য় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বাম ছাত্রদের বিরুদ্ধে আজাদি স্লোগান দেওয়ার অভিযোগের প্রতি ইঙ্গিত করে তিনি কটাক্ষের সুরে বলেন, দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজাদি বাহিনী, যাদের ঘাঁটি জেএনইউ। কখনও কখনও ওরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে কাশ্মীরের আজাদি চায়। ওদের বলছি, স্বাধীনতা দেওয়ার সব আয়োজন করা হয়েছে। দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, আজাদি গ্যাং বা মাওবাদীরা কখনও আমাদের আদর্শ হতে পারে না। প্রায় পুরো পৃথিবী থেকে মুছে গিয়েছে ওদের আদর্শ। মাত্র দুটো দেশে টিমটিম করে এখনও জ্বলছে। দুর্ভাগ্যের কথা, সেই আদর্শ এখনও রয়ে গিয়েছে জেএনইউতে। দলীয় কর্মীদের তা নির্মূল করে দেওয়ার শপথ নিতে বলেন তিনি।
রাহুল মানসিক রোগী, মোদীর সঙ্গে পাল্লা দিতে চান, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন! বিদ্রূপ বিজেপি যুবমোর্চার শীর্ষ নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2018 06:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -