নয়াদিল্লি: এবার এনডিএ ছেড়েও বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিজেপির অন্যতম পুরনো শরিক শিরোমণি অকালি দল। কৃষি বিল নিয়ে বিজেপির সঙ্গে মতপার্থক্যের জেরেই এনডিএ ছাড়ল অকালি দল। উল্লেখ্য, সংসদের সদ্যসমাপ্ত বাদল অধিবেশন কৃষি সংক্রান্ত বিলগুলি অনুমোদিত হয়েছে।
এর আগে অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল জানিয়েছিলেন যে, কেন্দ্রের শাসক দলের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি তাঁরা বিবেচনা করছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বিলে সই না করে কৃষকদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন।
পঞ্জাবের কৃষকদের একটা বড় অংশ অকালি দলের সমর্থনের ভিত্তি। কৃষকদের একটা অংশ ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) প্রথা বন্ধ হয়ে যাওয়া এবং বৃহৎ বেসরকারি সংস্থার প্রবেশের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ক্ষতির আশঙ্কায় নতুন আইনের তীব্র প্রতিবাদে পথে নেমেছেন।
সংসদে কৃষি বিল উত্থাপিত হওয়ার পর সুখবীর সিংহ বাদলের স্ত্রী হরসিমরত কউর বাদল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। তখনই ইঙ্গিত মিলেছিল, অকালি দল এনডিএ ছাড়তে পারে। সেই জল্পনাই বাস্তবে পরিণত হল। শিবসেনা ও তেলুগু দেশম পার্টির পর এবার এনডিএ ছাড়ল বিজেপি-র তৃতীয় জোটসঙ্গী।
কৃষি বিলের বিরোধিতা, এনডিএ ছাড়ল শিরোমণি অকালি দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2020 11:30 PM (IST)
সংসদে কৃষি বিল উত্থাপিত হওয়ার পর সুখবীর সিংহ বাদলের স্ত্রী হরসিমরত কউর বাদল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -