ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে বিপর্যয়ের পরই অশান্তি লেগে গেল আফগানিস্তান শিবিরে।


বিশ্বকাপের কালো ঘোড়া ভাবা হচ্ছিল আফগানিস্তানকে। মনে করা হচ্ছিল, কয়েকটি বড় দলকে হারিয়ে অঘটন ঘটাতে পারেন রশিদ খান-মহম্মদ নবিরা। কিন্তু বাস্তবে সেরকম কিছুই হয়নি। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। প্রত্যেকটি ম্যাচেই কার্যত একপেশেভাবে হেরেছে। এরপরই কোচ ও সাপোর্ট স্টাফদের বিপর্যয়ের জন্য দায়ী করেছিলেন আফগানিস্তানের প্রধান নির্বাচক দওলত আহমেদজাই।

এবার পাল্টা তোপ দাগলেন আফগানদের কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘আমি একটি বিশ্বকাপের মাঝে রয়েছি এবং চেষ্টা করছি দলের কাছে যেরকম প্রত্যাশিত, সেরকম পারফরম্যান্স বার করে আনতে। তবে বিশ্বকাপ শেষ হলে আফগানিস্তানের মানুষদের জানাব আমাদের প্রস্তুতিতে দওলত আহমেদজাইয়ের ভূমিকা কী ছিল এবং আসগর আফগানকে নেতৃত্ব থেকে সরানোর নেপথ্যে উনি কী করেছিলেন।’



বিশ্বকাপের ঠিক আগে নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল গুলবদিন নইবের হাতে। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়। মহম্মদ নবি-রশিদ খানদের মতো সিনিয়র ক্রিকেটারেরা প্রকাশ্যেই সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।

বিশ্বকাপে শনিবার আফগানিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে।