লখনউ: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপর একগুচ্ছ শর্ত চাপাল উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা এ বিষয়ে নতুন অর্ডিন্যান্স অনুমোদন করেছে। আগামী মাসে বিধানসভায় পেশ করা হবে এই অর্ডিন্যান্স। সেটি পাশ হয়ে গেলেই সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আইনের আওতায় আসবে। নিয়ম মানা হচ্ছে কি না, সে বিষয়ে তদন্ত করতে পারে উচ্চশিক্ষা পর্ষদ।
এই নতুন আইনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতিশ্রুতি দিতে হবে, ক্যাম্পাসে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হবে, জাতীয়তা-বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না, বিশ্ব ভ্রাতৃত্ব ও সহনশীলতার বার্তা দেওয়া হবে। আরও বলা হয়েছে, গরিব পরিবারের পড়ুয়াদের ৫০ শতাংশ ফি মকুব করতে হবে এবং ৭৫ শতাংশ শিক্ষককে স্থায়ী কর্মী হিসেবে রাখতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলি রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া কাউকে সাম্মানিক ডিগ্রি দিতে পারবে না। গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে তবেই উপাচার্য নিয়োগ করতে পারবেন আচার্য। কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি করা যাবে না। বিশ্ববিদ্যালয়গুলির মানোন্নয়নের লক্ষ্যেই এই অর্ডিন্যান্স আনা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
জাতীয়তা-বিরোধী কাজকর্ম চলবে না, গরিবদের ৫০% ফি মকুব করতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে শর্ত যোগী সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2019 06:51 PM (IST)
এই নতুন আইনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতিশ্রুতি দিতে হবে, ক্যাম্পাসে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হবে, জাতীয়তা-বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না, বিশ্ব ভ্রাতৃত্ব ও সহনশীলতার বার্তা দেওয়া হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -