মুম্বই: করোনার কারণে মুম্বইয়ে বলিউড তারকা সুনীল শেট্টির বাড়ি সিল করে দেওয়া হল। বৃহন্মুম্বই পুরসভার অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রশান্ত গায়কোয়াড় জানিয়েছেন, দক্ষিণ মুম্বইয়ের অ্যালটামাউন্ট রোডে সুনীলের ‘পৃথ্বী অ্যাপার্টমেন্ট’ সিল করে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত সুনীলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ফিটনেসের জন্য বিখ্যাত সুনীল। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের সঙ্গে শরীরচর্চা করছেন তাঁর ছেলে আহান। এই ভিডিও ঘিরে বলিউড ও ক্রিকেটমহলে গুঞ্জন। শোনা যাচ্ছে, সুনীলের মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে সম্পর্কের জড়িয়েছেন রাহুল। এরই মধ্যে সুনীলের পোস্ট সেই জল্পনা উস্কে দিয়েছে। 


এদিকে, মুম্বইয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গতকালের বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। এই নিয়ে মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,২৭,৬৯৪। মৃত্যু বেড়ে হল ১৫,৬২৭।


মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৫৩৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬,০১৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এই নিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬১,৫৭,৭৯৯। সুস্থ হয়ে উঠেছেন ৫৯,১২,৪৭৯ জন। মোট মৃত্যু ১,২৫,৮৭৮ জনের। এখন অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,১৬,১৬৫।


অন্যদিকে, দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৫০৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ৬৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার ৫২৬। এই পরিসংখ্যান কিছুটা আশা জাগাচ্ছে।