তামিলনাড়ুতে ১২ বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর বিদ্যুৎস্পৃষ্ট করে খুন, ধৃত দ্বাদশ শ্রেণির ছাত্র
Web Desk, ABP Ananda | 27 Apr 2019 11:00 PM (IST)
মেয়েটির বাবা-মা তাঁদের মেয়ের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। এরপরেই ছেলেটিকে গ্রেফতার করা হয়।
ডিন্ডিগুল: যৌন নির্যাতনের পর সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে খুনের অভিযোগে গ্রেফতার করা হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে। মর্মান্তিক এই ঘটনা তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার। পুলিশ সূত্রে খবর, ১২ বছরের মেয়েটিকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে তদন্তে জানা যায়, ধৃত ছেলেটি প্রথমে যৌন নির্যাতন চালিয়ে তারপর মেয়েটিকে নৃশংসভাবে খুন করে। মেয়েটির বাবা-মা তাঁদের মেয়ের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। এরপরেই ছেলেটিকে গ্রেফতার করা হয়।